দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জেই ইয়ং এর কারাদণ্ড স্থগিত করে মুক্তি দিয়েছেন দেশটির একটি আপিল আদালত। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ৫ ফেব্রুয়ারি সোমবার ৪৯ বছর বয়সী ইয়ংকে ঘুষ আর অর্থ আত্মসাতের অভিযোগে উচ্চ আদালতের পাঁচ বছরের কারাদণ্ড কমিয়ে আড়াই বছরের কারাদণ্ড করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে থাকা ঘুষ আর অর্থ আত্মসাতের অভিযোগ বাতিল করা হয়েছে।
২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি স্যামসাংয়ের উত্তরাধিকারী লিকে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং সংসদের শপথ ভঙের অভিযোগে গ্রেফতার করা হয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের লি বলেন, ‘জেলখানায় কাটানো সময়গুলো আত্ম-প্রতিফলনের জন্য ‘সত্যিই মূল্যবান’ একটি সময় ছিল’।
২০১৪ সালে স্যামসাংয়ের কর্ণধার লি কুন হি হৃদরোগে আক্রান্ত হয়ে অবসরে যাওয়ার পর তার ছেলে লি জে ইয়ং প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আইনি বিশেষজ্ঞরা আদালতের রায় নিজেদের পক্ষে না যাওয়ায় সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌসুলিরা লি এর ১৪ বছরের কারাদণ্ড চেয়ে আবেদন করেছিলেন।
আরো পড়ুন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বাড়ছেই
একজনও কালো টাকা সাদা করেনি : অর্থমন্ত্রী
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা