মে ৩০, ২০২৩ ৪:০৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ঢাকা আসছেন ডেভিড ক্যামেরন

নিজস্ব প্রতিবেদক : একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
চার দিনের সফরে আগামী ২৪ তারিখ তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। সফরকালে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
এছাড়া ২৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ক্যামেরনের বৈঠক হতে পারে। তবে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে থাকায় এ বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তার প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে

আরও পড়ুন

error: Content is protected !!