মেলানিয়া ট্রাম্পকে ক্ষতিপূরণ দেবে ডেইলি মেইল
১ min read
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মডেলিং বিষয়ে বিতর্কিত সংবাদ প্রকাশ করায় ক্ষমা চেয়েছে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।
একই সঙ্গে সংবাদপত্রটি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। তবে ক্ষতিপূরণের আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি।
বুধবার (১২ এপ্রিল) ডেইলি মেইলে এ খবর জানানো হয়।
২০১৬ সালের ২০ আগস্ট ডেইলি মেইল অনলাইল ভার্সনে একটি অনুচ্ছেদে বলা হয়- মেলানিয়া ট্রাম্প পেশাদার মডেল হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে রক্ষিতা (সহচর) হিসেবে মেলানিয়া ট্রাম্প কাজ করেছেন বলেও অভিযোগ তোলা হয়।
এমন সংবাদে মেলানিয়া ট্রাম্পের ব্যবসায় প্রতিষ্ঠানে লাখ-লাখ ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ওই অনুচ্ছেদের খবর সত্য নয় বলে ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিতেও সম্মত হয়েছে ডেইলি মেইল।
ক্ষতিপূরণের আর্থিক মূল্য ডেইলি মেইল উল্লেখ না করলেও রয়টার্স বলছে, মামলার খরচসহ মেলানিয়া ট্রাম্পকে ৩০ লাখ ডলার দেবে ডেইলি মেইল।