জুন ২, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ট্রাম্পের নতুন স্বাস্থ্যসেবা বিল ইস্যুতে ভোট

বহুল আলোচনার পর অবশেষে এবার নতুন স্বাস্থ্যসেবা বিল ইস্যুতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) এ ভোটাভুটির হওয়ার কথা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় গঠিত ‘ওবামাকেয়ার’ বাতিল করার পর থেকে ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল নতুন করে আলোচনায় আসে।

ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিতর্ক রয়েছে খোদ রিপাবলিকনদের মধ্যে। ফলে বিলটি এতদিন স্থবির হয়েছিলো।

এবার সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই ভোটাভুটির অায়োজন করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে বিলটির পক্ষে ভোট দেওয়ার জন্য রিপাবলিকদের আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের নির্বাচনকালীন অন্যতম এজেন্ডা ছিলো ‘ওবামাকেয়ার’ বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা নীতির প্রতিস্থাপন করা হয়। ভোটের মাধ্যমে বিলটির পক্ষে রায় হলে ট্রাম্পের স্বাস্থ্যসেবা নীতি বাস্তবায়ন আরও একধাপ এগিয়ে যাবে।

আরও পড়ুন

error: Content is protected !!