যুক্তরাষ্ট্রে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৪
১ min read
যুক্তরাষ্ট্রের ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষে অন্তত চারজনের নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটার কিছু পর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপির বেলক্সি নগরীর একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
বেলক্সির পুলিশ প্রধান জন মিলার এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ভাড়া করা বাসটি সম্ভবত অস্টিন ও টেক্সাস হয়ে বিলোক্সি যাচ্ছিল।
দমকল বিভাগের প্রধান জো বনেই স্থানীয় সান হেরাল্ড বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে একজন মারা যায়। বাসে ৪৩ আরোহী ছিল। এদের মধ্যে ৩৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ক্রেইগ রবিনসন বলেন, দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে বাসটি সম্ভবত রেললাইনে আটকে যায়।