অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উঠে-পড়ে লেগেছেন বলে অভিযোগ করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন। খবর বিবিসির।
ট্রাম্পের দাবি, ‘যুক্তরাষ্ট্রে সম্প্রতি যেসব বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক যতো গোপন তথ্য ফাঁস হয়েছে তা সবই করেছেন ওবামা ও তার লোকজন।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ওবামা এসব করে বেড়াচ্ছেন।’ তবে, এ ব্যপারে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প।
আরো পড়ুন
নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কেন সেরা?
লোগো পরিবর্তন করলো নোকিয়া