মার্চ ২৩, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

চেহারায় ধরে রাখুন তারুণ্য

প্রতিদিনের কাজগুলো একটু নিয়মমাফিক করলেই চেহারায় ধরে রাখা যাবে তারুণ্য। দৈনিক আট ঘণ্টা ঘুমানো অত্যন্ত জরুরি। ঘুমোলে পরিশ্রম, ক্লান্তিভাব দূর হয়। শরীর সতেজ ও সুস্থ থাকে। ঘুমের কোনো বিকল্প নেই।

সূর্যের আলোয় চামড়ায় ট্যান পড়ে। শরীর ও মনের ক্লান্তি জমা হয় ত্বকে। অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন লোশন লাগাতে হবে।

ভালো থাকতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ভাজা জাতীয় খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে।

ধুমপানের অভ্যাস থাকলে অবশ্যই ছেড়ে দিতে হবে।

অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার বেশি করে খেতে হবে। যেমন-পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম, পাকা পেয়ারা, দই, ছানা, দুধ, ডিম, টাটকা শাকসবজি ইত্যাদি ।

স্ট্রেস মাত্রাতিরিক্ত হলে শরীরে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে এক ধরনের হরমোন বের হয়, যা শরীরে টক্সিন ছড়ায়। শরীর বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এই হরমোন অনেকাংশে দায়ী। তাই সর্বদা ইতিবাচক থাকতে হবে।

আরও পড়ুন

error: Content is protected !!