শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে বুধবার।প্রথম ঝলকেই তাদের ভিন্নরকম উপস্থিতি প্রসংশা পাচ্ছে সিনেমা পাড়ায়।
পোস্টারে তাদের দেখা যাচ্ছে ওড়নায় মুখ লুকিয়েছেন তারা। শাকিব খানের অর্ধেক মুখ ঢাকা আর বুবলীর পুরো মুখই ঢাকা। তবে চিনতে অসুবিধা হচ্ছে না শাকিব খান যাকে জড়িয়ে ধরে আছেন তিনিই বুবলী।
‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’-এর মতো ছবিতে অভিনয় করে শাকিব-বুবলী জুটি দর্শক প্রিয়তা পেয়েছে। এখন তাদের নতুন রসায়ন দেখার অপেক্ষা। ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিকে ঘিরে গত বছর থেকেই আলোচনা চলছে। এবার ছবির প্রথম ঝলকেই শাকিব-বুবলী জুটি ইঙ্গিত দিয়ে রাখলেন ব্যতিক্রমী কিছুর। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। বর্তমানে ছবির শ্যুটিংয়ে অস্ট্রেলিয়াতেই আছেন শাকিব-বুবলী।
নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবিতেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যেতে পারে বুবলীকে।
আরো পড়ুন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বাড়ছেই
একজনও কালো টাকা সাদা করেনি : অর্থমন্ত্রী
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা