জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানালেন তার দাদি হওয়ার খবর।
১৯ নভেম্বর, সোমবার দুপুরে ফেসবুকে মমতাজ লিখেছেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’
অন্যদিকে তার ছেলে মেহেদী খান লিখেছেন, ‘আমি দারুণ একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয় ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি। প্রথম সন্তানের জনক ও জননী হলেন তারা।
আরো পড়ুন
২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে
ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার
টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে এ কী বললেন জ্যাকি শ্রফ