পুরোনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় অপু বিশ্বাস
১ min read
জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস পুরোনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় বসবাস করছেন। রাজধানীর নিকেতনের বাসা ছেড়ে এবার উঠেছেন বসুন্ধরার নতুন ফ্ল্যাটে। ছেলে আব্রামকে নিয়ে নিজের মতোই দিন যাপনে ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস।
নতুন ফ্ল্যাটে ওঠা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন,‘নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কমবেশি সবাই জানেন। নতুন ফ্ল্যাট একবারে কেনা নয়। অনেক আগে থেকেই এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছি। এবার উঠে পড়লাম এই ফ্ল্যাটে।’
বর্তমানে দেশে বিদেশে মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন অপু। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবেও তার দেখা মেলে। আর অভিনয় চলছেই। অপু বিশ্বাস এরই মধ্যে শুটিং শেষ করেছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে।
ওপার বাংলার ছবি ‘শটর্কাট’-এ অভিনয় করেছেন তিনি। ছবিটিতে তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে।
এ ছাড়াও রফিক সিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।