হঠাৎ করে কয়েকদিন আগেই জানা গেছে ইরেশ যাকেরের বিয়ের সংবাদ। ইরেশ বিস্তারিত জানাননি তখন। হঠাৎ করে বিয়ের তারিখ নির্ধারণ হয়েছেন তার। রোববার হবে বিয়ে।
ইরেশ যাকেরের মা অভিনেত্রী সারা খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সবকিছুই হুট করে আয়োজন করছি। রোববার বিয়ে।’
বিয়ের অনুষ্ঠানটি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মার্চে নেপালে বউভাত হবে। ২৭ জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক করা হয়।
প্রসঙ্গত, ইরেশ যাকেরের এটি প্রথম বিয়ে হবে। তবে মিম রশিদ ২০১৪ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে। তাদের দাম্পত্যে বিচ্ছেদ হয় ২০১৬ সালে।
আরো পড়ুন
অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কেন সেরা?
লোগো পরিবর্তন করলো নোকিয়া
কাঁচা কাঁঠাল খাওয়া কতোটা উপকারি ?