আমি আমার শরীর নিয়ে গর্বিত
১ min read
অনলাইন ডেস্ক:
মিডিয়ার ওপর বেশ চটেছেন সোনম কাপূর। তার একটি ছবি তোলা নিয়ে এমনটি হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ঘটনা এটি।
সে দিন একটি জাম্পশ্যুট পরেছিলেন নায়িকা। ঠিক এ সময় অস্বস্তিকর অ্যাঙ্গেল থেকে সোনম কাপূরের ছবি তোলেন এক চিত্র সাংবাদিক। ওই চিত্রগ্রাহকের উদ্দেশ্য বুঝতে পেরেই সকলের সামনে তাকে কড়া জবাব দেন তিনি।
সোনম বলেন, আমি যে পোশাক পরেছি, তাতে আমি যথেষ্ট স্বচ্ছন্দ। মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমি অনেক কিছুই বলব, কিন্তু আপনারা শুধু ওই ছবিটা নিয়েই খবর করবেন।
এরপর অনুষ্ঠান শেষে পরে নায়িকা টুইট করেন, আমি আমার শরীর নিয়ে গর্বিত। ওই ছবি বেরোলেও আমার কিছুই যায় আসে না।