জুন ৫, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। ভারতের মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুরের কাছে শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী শাবানা আজমির অবস্থা গুরুতর। আহতাবস্থায় তাকে নভি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে বর্ষীয়ান এ অভিনেত্রীর।

কীভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য পায়নি মুম্বাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে শাবানা আজমির গাড়ির। সামনের অংশ অনেকটাই দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন শাবানার স্বামী জাভেদ আখতারও। তবে তিনি সুস্থ রয়েছেন।

কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবারই জাভেদ আখতারের ৭৫তম জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আয়োজন ছিল বিলাসবহুল পার্টিরও। রেট্রো থিমের সেই পার্টিতে হাজির হন বি-টাউনের পরিচিত অনেক তারকাই।

আরও পড়ুন

error: Content is protected !!