জুন ৯, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

সালমানের ‘‌টিউবলাইটে’‌ শাহরুখ

সালমান-শাহরুখ। বলিউডের যুযুধান দুই খান। মাঝে কিছুদিন একে অপরের ছায়াও মাড়াতেন না। একজন ডানে গেলে অন্যজন যেতেন বাঁয়ে। এবার তাদের দেখা যাবে এক সঙ্গে ‘টিউবলাইট’ ছবিতে।
সোমবার সালমান খান ফিল্মসের (‌এসকেএফ)‌ সিওও অমর বাটলা তার ব্যক্তিগত টুইটারে কিং খানের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের কথা জানান। শাহরুখ খানের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘হাম তুমহারে হ্যায় সোনম’ চলচ্চিত্রে সালমানকে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল। পাশাপাশি সালমান খানের হর দিল যো পেয়ার করেগা ছবিতে শাহরুখের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে ছবিকে আরো আকর্ষণীয় করে তুলে।
এসকেএফের সিওও অমর বাটলা টুইটারে লিখেছেন, টিউবলাইটের শুটিং সেটে এক সঙ্গে দুই সুপারস্টার সালমান ও শাহরুখ রয়েছে। এতে ছবির গুরুত্ব আরো বেড়ে গেল দর্শকদের কাছে।
কবির খান পরিচালনায় টিউবলাইটের শুটিং হয়েছে লে, লাদাখ ও মানালিতে।
টিউবলাইট মুক্তি পাবে এ বছর ইদের সময়।‌‌

আরও পড়ুন

error: Content is protected !!