কন্যাসন্তানের মা হলেন প্রিয়াঙ্কা
১ min read
বি-টাউনে ফের খুশির খবর। মা হলেন প্রিয়াঙ্কা সিং। বেশ কিছুদিন একসঙ্গে ডেট করার পর কেনিয়াতেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবিজয় সিং এবং প্রিয়াঙ্কা সিং। চারহাত এক করেছিলেন তারা। আর এবার তারা দিলেন খুশির খবর। তাদের ঘরে এসেছে এক নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা হয়েছেন রণবিজয়।
টুইটারে টুইট করে তার ভক্তদের এই খুশির খবর জানালেন এই কাপল। গত বছর করিনা-সাইফের পর, এ বছর শ্বেতা তিওয়ারির পর এবার রণবিজয়-প্রিয়াঙ্কার বাড়িতে খুশির জোয়ার। সবমিলিয়ে এখন বেশ উচ্ছ্বসিত এর সঞ্চালক রনভিজয় সিং।
টুইটারে টুইট করে তার ভক্তদের এই খুশির খবর জানালেন এই কাপল। গত বছর করিনা-সাইফের পর, এ বছর শ্বেতা তিওয়ারির পর এবার রণবিজয়-প্রিয়াঙ্কার বাড়িতে খুশির জোয়ার। সবমিলিয়ে এখন বেশ উচ্ছ্বসিত এর সঞ্চালক রনভিজয় সিং।