মার্চ ২১, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

আফজাল শরীফকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফকে আর্থিক সহায়তা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অভিনেতার কাছে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

কৌতুক অভিনেতা আফজাল শরীফ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথার কারণে মাঝে মধ্যে অভিনয় থেকে দূরে থাকতে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে। নিয়মিত থেরাপি নিয়ে ভালো থাকেন কিন্তু কিছুদিন পর আবারো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে এতদিন উন্নত চিকৎসা নিতে পারেননি এই অভিনেতা।

গত ১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন আফজাল শরীফ। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক আফজাল শরীফের চিকিৎসার জন্য সহায়তার আবেদন গ্রহণ করেন।

আরও পড়ুন

error: Content is protected !!