মে ৩০, ২০২৩ ৩:৪৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

আমি খুবই উচ্ছ্বসিত: নিক জোনাস

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে নতুন জীবন শুরু করার ব্যাপারে ভীষণ উচ্ছ্বসিত নিক জোনাস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ মার্কিন সংগীতশিল্পী।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত আগস্টে রোকা (পাঞ্জাবি প্রথায় সম্পর্ক পাকা করার পদ্ধতি) অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে তাদের।

নিক জোনাস বলেন, ‘আমি আবেগাপ্লুত হয়ে যেতে পারি। কিন্তু আমি মনে করি, যে জিনিসটি আমাদের সম্পর্ক তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো পরিবারের প্রতি ভালোবাসা। যারা সবসময় আপনার পাশে দাঁড়াবে তাদের প্রতি বিশ্বাস এবং সম্পর্ক টিকিয়ে রাখাটাকে গুরুত্ব দেয়া। এটি খুবই চমৎকার একটি বিষয় এবং আমরা পরস্পরের মধ্যে এটি পেয়েছি। একসঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আমি খুবই উচ্ছ্বসিত।’

শোনা যাচ্ছে, খুব শিগগির গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা-নিক।

তবে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেছেন, ‘তারা এখনো বিয়ের তারিখ নির্ধারণ করেনি। এই গুঞ্জনগুলো ভিত্তিহীন। তাদের দুজনেরই কাজ রয়েছে সেগুলো আগে শেষ করতে হবে। তারপরই তারা সিদ্ধান্ত নিবে কবে, কোথায় বিয়ে করবে।’

তিনি আরো বলেন, ‘আমি চাই ভারতীয় রীতিতে তাদের বিয়ে হোক। এটা আমার একমাত্র ইচ্ছা। আমি রোকা (পাঞ্জাবি প্রথায় সম্পর্ক পাকা করার পদ্ধতি) ও পূজা দিয়ে এর শুরু করেছি, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন আধুনিক মা কিন্তু মনের গভীরে খুবই রক্ষণশীল।’

আরও পড়ুন

error: Content is protected !!