মাছরাঙা’য় বিশেষ আয়োজন ‘ইউটিউবার্স’
১ min read
আসছে ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন ‘ইউটিউবার্স’। ইউটিউবের মাধ্যমে সম্প্রতি পরিচিতি পাওয়া কিংবা ইউটিউব তারকা’র খেতাব পাওয়া শিল্পীদের নিয়ে এই আয়োজন।
ইউটিউবের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীরা বাস্তবে কতটা চৌকস, উপস্থিত বুদ্ধিসম্পন্ন এ অনুষ্ঠানে তার দেখা মিলবে। রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও পরিকল্পনায় ‘ইউটিউবার্স’ প্রযোজনা করেছেন এস এম হুমায়ূন কবীর।
শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এই ‘ইউটিউবার্স’ শো’তে উপস্থিত হয়েছেন দুই জমজ ভাই সৌমিক আহমেদ ও সৌভিক আহমেদ। যারা ইউটিউবার্স হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
এ ছাড়াও ‘অপরাধী’ গানের কাভার করে সাম্প্রতিক কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা ও প্লেব্যক ক্যারিয়ার শুরু করা টুম্পা খান ও ‘টুনির মা’র ভিডিও বের করে ভাইরাল হওয়া তুফানি আফা (রুমকী) ‘ইউটিউবার্স’ অনুষ্ঠানে ছিলেন।
মাছরাঙা টেলিভিশনে এটি প্রচারিত হবে আসছে ঈদের ৬ষ্ঠ দিন, রাত ৮টায়।