মার্চ ২১, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

নায়ক হয়েই আসছেন মান্নার ছেলে সিয়াম ?

সিনেমায় নায়ক হয়ে আসছেন মান্নার ছেলে, গেল কয়েক বছরে অনেকবারই শোনা গেছে এই খবর। তবে তার সত্যতা মেলেনি। সম্প্রতি চলচ্চিত্রের প্রতি মনযোগী হয়েছে মান্নার পরিবার। নায়ক মান্নার স্ত্রী শেলী আবারও চালু করেছেন দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ থাকা মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। সেখান থেকে আবারও চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন তিনি। ছবির নাম ‘জ্যাম’।

এই ছবিকে কেন্দ্র করেই মান্নার ছেলেকে নিয়ে আলোচনা প্রকট হচ্ছে। চারদিকে উড়ছে গুঞ্জন, বাবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই নায়ক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন সিয়াম। তবে বিষয়টি আপাতত গুঞ্জন বলেই দাবি করলেন শেলী মান্না।

তিনি বলেন, ‘দেখুন, মান্নার স্ত্রী হিসেবে আমি তার ভক্তদের আবেগটা বুঝি। মান্নার ভক্তরা চায় সিয়ামও নায়ক হোক। কিন্তু এটা বললেই হয় না। আমিও চাই সিয়াম সিনেমাতে আসুক। আর সিয়ামও তা চায়। কিন্তু তার জন্য সময় দরকার।’

শেলী আরও বলেন, ‘যুগ বদলেছে। মানুষ এখন শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। সিয়ামও বিদেশে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আরও দুই বছর তাকে পড়তে হবে। তবে সে চলচ্চিত্র নিয়েই পড়ছে। শিক্ষার পাঠ চুকিয়ে সিয়াম চলচ্চিত্রেই কাজ করবে। কিন্তু নায়ক হবে নাকি নির্মাতা হবে সেটা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তার মধ্যে নির্মাণের আগ্রহটাই বেশি দেখেছি।’

আরও পড়ুন

error: Content is protected !!