মার্চ ২৫, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

রাজকীয় বিয়েতে রাজকীয় প্রিয়াঙ্কা

ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার ব্রিটিশ রাণী ও ৬০০ অতিথির সামনে এই যুগল শপথ বিনিময়ের পর পরস্পরকে আংটি পরিয়ে দেন। এর মাধ্যমে রাজকীয় আরেকটি বিয়ের সাক্ষী হলেন বিশ্ববাসী।

বিশ্বের নামীদামি ৬০০ ব্যক্তিদের সঙ্গে রাজকীয় এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। রাজকীয় সাজে সেজে সবাইকে অবাক করে দেন ‘কোয়ান্টিকো’খ্যাত এই তারকা। শনিবার কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হন প্রিয়াঙ্কা।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলব্রিটিশ রাজপরিবারের এই অনুষ্ঠানে ‘ল্যাভেন্ডার ভিভিয়েন্নে ওয়েস্টুড স্কার্ট স্যুট’ ও মাথায় স্টাইলিশ হ্যাট পরে সৌন্দর্যের জ্যোতি ছড়িয়েছেন তিনি।

প্রিয়াঙ্কার পোশাকটি ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি। মূলত মেগান মার্কেলের বন্ধু হওয়ার সুবাদে এই বিয়েতে আমন্ত্রণ পান প্রিয়াঙ্কা।

মেগান ও প্রিয়াঙ্কা একসঙ্গে ‘কোয়ান্টিকো’র প্রথম মৌসুমে কাজ করেছিলেন।

সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন

error: Content is protected !!