মে ৩০, ২০২৩ ৪:৩১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

কানে গোলাপী আভা ছড়ালেন দীপিকা

অভিনেত্রী হিসেবে বলিউডে শীর্ষস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীপিকা পাড়ুকোন। প্রিয়াঙ্কাকে সরিয়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর সিংহাসনটা দখল করেছেন দীপিকা।

এ বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় গোলাপী আভা ছড়িয়ে পালা শেষ করেছেন দীপিকা পাড়ুকোন। গোলাপী রঙের গাউনে তাকে বেশ আবেদনময়ী লাগছিল।

এর আগের দিন লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদের সাদা গাউন পরে লাল গালিচায় হাজির হন দীপিকা। সঙ্গে পরেছিলেন হীরের দুল।

এ বছর বিশ্বখ্যাত প্রসাধনী পণ্য ল’রেলের হয়ে কান উৎসবে হেঁটেছেন দীপিকা। পণ্যটির শুভেচ্ছাদূত হয়ে গত বছরও ঝলমলে উপস্থিতি দিয়ে নজর কাড়েন দীপিকা।

শুধু দীপিকাই নন, এ বছর কান উৎসবে এরইমধ্যে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। কান উৎসবে আরও দেখা যেতে পারে সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাইকেও।

আরও পড়ুন

error: Content is protected !!