মার্চ ২১, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘ফ্যাট ম্যান’ মোশাররফ করিম

দর্শকনন্দিত ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে বহুমাত্রিক চরিত্রেই অভিনয় করেছেন তিনি আর প্রশংসিতও হয়েছেন বেশ। সেই ধারাবাহিকতায় এবার ঈদের একটি নাটকে নতুন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি।

আসছে ঈদের ৭ পর্বের একটি একটি ধারাবাহিক নাটকে মোটা মানুষ হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকের নাম ‘ফ্যাট ম্যান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।এই নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।

এ নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বিশেষ দিবসের নাটকগুলো দর্শকরা ভালোভাবে গ্রহণ করে এবং নতুন কিছু চায়। আমিও আমার জায়গা থেকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এই নাটকে নতুন একটি চরিত্র নিয়ে দর্শকের সামনে আসছি। নির্মাতা সাগর জাহানের সঙ্গে কাজ করতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। আমার এই নতুন চরিত্রটি দর্শকের ভালো লাগবে আশা করছি।’

সাগর জাহান নাটকের গল্প প্রসঙ্গে বলেন, ‘ফ্যাট ম্যান কক্সবাজারের একটি গার্লস স্কুলের পিটিআই টিচার। গেল কয়েক বছরে তিনি বেশ মোটা হয়ে গেছেন। এদিকে তার সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে সাবিলা নূরের। কক্সবাজারে গিয়ে সাবিলা তার সঙ্গে দেখা করেন। কিন্তু ফ্যাট ম্যানকে দেখে তিনি অবাক হয়ে যান। একজন মানুষ এত মোটা হতে পারে তার ধারণা ছিল না। তার পরেই গল্পটি অন্য দিকে মোড় নেয়।’

আসছে ঈদে বাংলা ভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

ঈদে সাগর জাহান আরো তিনটি ধারাবাহিক নাটক নিয়ে থাকবেন বলে জানান। ধারাবাহিকগুলো হলো ‘মাহীনের লাল ডায়েরি’ ‘দুলু বাবুর্চি’ ও ‘নসু ভিলেনের সংসার

আরও পড়ুন

error: Content is protected !!