১৯৯৯ সালে ‘ড্রিমস আনলিমিটেড’ নামে একটি প্রোডাকশন হাউস দিয়ে শুরু। ৩টি ছবি প্রযোজনার পর ২০০৩ সালে প্রোডাকশন হাউসের নাম বদলে রাখেন ‘রেড চিলি প্রোডাকশন হাউস’। বিশ্বের সিনে-তারকাদের ধনীর তালিকায় এখন তিনি দ্বিতীয় অবস্থানে। বলছিলাম বলিউড বাদশাহ শাহরুখ খানের কথা। আর্থিক সাফল্যের দিক দিয়ে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান।
আয়ের অঙ্কে কতটা এগিয়ে শাহরুখ? গণমাধ্যমগুলো বলছে, আনুমানিক ৫ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক কিং খান! বলিউডের জনপ্রিয় এই তারকার বার্ষিক আয় প্রায় ২শ’ ৫৬ কোটি টাকা।
কিং খানের বাড়ি ‘মন্নত’ এর বর্তমান মূল্য ২শ’ কোটি টাকা। তার আগে এই বাড়িতে কিকো গাঁধী নামে একজন পার্সি থাকতেন। ১৯৯৫ সালে ১৫ কোটি টাকায় বাড়িটি কিনে নেন শাহরুখ। দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তাঁর আরও একটি বাড়ি রয়েছে। এছাড়া লন্ডনে ১শ’ ৩০ কোটি টাকার আরেকটি বাড়িও আছে কিং খানের।
এদিকে ২০০৮ সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ। মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩শ’ কোটি টাকা। বর্তমানে ‘আইপিএল’-এর সবচেয়ে ধনী দলের অন্যতম হল ‘কেকেআর’।
অন্যান্য তারকাদের ভালই টক্কর দিচ্ছেন দামি গাড়ির বিষয়েও। তাঁর গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কুপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজার-সহ পৃথিবীর আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরন-ও। এছাড়া মুম্বইয়ে প্রায় ১শ’ ৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে খান সাহেবের।
আরো পড়ুন
কোন অ্যাপ সবচেয়ে নিরাপদ ?
যে ৫ খাবারে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে
কাশ্মিরে শাহরুখের ‘পাঠান’, ঝড়; ৩২ বছর পর হাউসফুল