বলিউড তারকা ইরফান খান দুরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘ ১৫ দিন অসুস্থ থাকার পর পরীক্ষা নিরীক্ষা করে তার এই রোগের সন্ধান করেন ইরফানের চিকিৎসক।
মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে এই তথ্য।
বর্তমানে ইরফান কোকিলাবেন হাসপাতালেই অবস্থান করছেন। এবং শুরু হয়েছে তার প্রাথমিক চিকিৎসসা। চিকিৎসকরা জানিয়েছেন এ ধরনের ক্যান্সার সাধারনত মরনঘাতী হয়ে থাকে,চিকিৎসা বা অপারেশনের মাধ্যমে এর নিরাময় করা সব সময় সম্ভব হয়না।
শিগগিরই উন্নত চিকিৎসার স্বার্থে ব্রেনের এই ক্যান্সারটিকে আরো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নিবেন বলেও জানিয়েছেন তারা।
আরো পড়ুন
২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে
ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার
টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে এ কী বললেন জ্যাকি শ্রফ