মার্চ ২১, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

শ্রাবন্তী এবার তাহসানের নায়িকা

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন। এবার বাংলাদেশের একক প্রযোজনার ছবিতেই দেখা মিলবে শ্রাবন্তীর।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে জুটি হয়ে অভিনয় করবেন তারা। ‘যদি একদিন’ ছবির শুটিং হবে বাংলাদেশে। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসবেন শ্রাবন্তী। এরই মধ্যে তার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শ্রাবন্তী জানিয়েছেন, ‘আমার পূর্বপুরুষদের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি আমার আলাদা টান কাজ করে। সেই টান থেকেই বাংলাদেশের সিনেমা নিয়ে আমার অনেক আগ্রহ। এর আগে ঢাকার সুপারস্টার শাকিবের বিপরীতে কাজ করে অনেক প্রশংসা পেয়েছিলাম। আশা করছি তাহসানের সঙ্গেও কাজের দারুণ অভিজ্ঞতা হবে।’

শ্রাবন্তী আরও বলেন, ‘এই ছবির গল্পটি সুন্দর। এখানে পারিবারিক ইমোশন, সম্পর্কের প্রতি দায়বদ্ধতার চমৎকার উপস্থাপনা থাকবে। আমার চরিত্রটিও পছন্দ হবে সবার। ছবিটার কাজ শুরু করতে মুখিয়ে আছি। পরিচালক রাজের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি আমাকে চমৎকারভাবে একটা গল্প শুনিয়েছেন। আশা করছি, দারুণ একটা কাজ হতে যাচ্ছে আমাদের।’

পরিচালক রাজ শ্রাবন্তীকে নেওয়া প্রসঙ্গে বললেন, ‘অরিত্রী চরিত্রে যেমন অভিনেত্রী দরকার ছিল শ্রাবন্তীর মধ্যে সব গুণই আছে। অনেক ভেবে চিত্রনাট্য অনুযায়ী তাকে নির্বাচন করেছি। ছবিটা পর্দায় এলেই বোঝা যাবে শ্রাবন্তীই এ চরিত্রের জন্য মানানসই।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান গায়ক তাহসান। শ্রাবন্তীকে কার বিপরীতেই দেখা যাবে? রাজের রহস্যময় উত্তর, ‘হয়তো দুজনেরই। আবার হয়তো না।’ যদি একদিন রাজের সাথে চিত্রনাট্য লিখছেন আসাদ জামান।

আরও পড়ুন

error: Content is protected !!