বক্স অফিস চাঙ্গা করে তুললেন সালমান খান
১ min read
সফল হলেন সালমান খান। বছরের শেষে এসে বক্স অফিস চাঙ্গা করে তুললেন তিনি ক্যাটরিনা কাইফকে সঙ্গে নিয়ে। এই জুটির ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই বেশ ভালো সাড়া ফেলেছে।
জানা গেছে, মুক্তির প্রথম তিন দিনেই ১০০ কোটির আয় ছাড়িয়ে গেল ‘টাইগার জিন্দা হ্যায়’। পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি ভারত ও ভারতের বাইরে সর্বমোট ৫৭০০টি পর্দায় মুক্তি দেয়া হয়। এর প্রথম দিনের আয় ছিলো ৩৪ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই ৩০ কোটি রুপি ছাড়াবে ছবিটির আয়।
মুক্তির মাত্র তিন দিনেই এমন সফলতায় সাকসেস পার্টির আয়োজন করেন ক্যাটরিনা কাইফ। সেখানে ছিলেন সালমান খানসহ ছবির পরিচালক ও কলাকুশলীরা।
ছবিটির পরিচালক আলী আব্বাস জাফর বলেন, ‘ছবিটিকে দর্শক বেশ ইতিবাচকভাবে নিয়েছেন যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে। এটা নি:সন্দেহে আমাদের জন্যে খুশির ব্যাপার।’