জুন ৫, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল থেকে রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী, শিশুসহ বিভন্ন শ্রেণি পেশার মানুষ রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা শ্রদ্ধা জানান। এরপর অন্যান্য দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, আমরা জঙ্গিবাদ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেই লক্ষ্যে বাঙালি জাতীর বিশ্বাসের নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

তিনি আরও বলেন, আপিল বিভাগে বিচারাধীন থাকায় যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামের নিষিদ্ধের বিষয়ে সরকার আপাতত কোনো পদক্ষেপ নিতে পারে না।

কাপুরুষ পাক হানাদার বাহিনী ও এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার-আলবদর-আলশামসদের সহায়তায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের উপর চালানো হয় এক নারকীয় হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধে কাপুরুষ পাক হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধা শূন্য করতেই নীল নকশার এই হত্যাযজ্ঞ চালায়।

জাতির সেই সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজ ঢল নেমেছে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে। ভোর থেকেই হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণি পেশার মানুষ।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর থেকে প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে।

আরও পড়ুন

error: Content is protected !!