ত্রিপুরায় বিপ্লবের নেতৃত্বে ৮ মার্চ শপথ
১ min read
বাংলাদেশের চাঁদপুরের সন্তান বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বামদের বিরুদ্ধে নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ৮ মার্চ শপথ নেবে বিজেপি পরিচালিত প্রথম সরকার। বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি বিপ্লব দেবই হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
সোমবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রকাশিত দৈনিক ‘স্যন্দন’ পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।
পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরায় বিজেপি পরিচালিত প্রথম সরকার ৮ই মার্চ শপথ নেবে। ওই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন।
জাকজমকপূর্ণভাবে শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য তদবির চলছে দলটিতে। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃবৃন্দরা বৈঠকও করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণত নতুন সরকার তথা মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান রাজ্য ভবনেই এতদিন হয়ে আসছিল। তবে এবার বিশাল কোনো উন্মুক্ত স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে বিজেপি নেতৃবৃন্দ ভাবছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।