যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় বাংলাদেশি নারীর মৃত্যু
১ min read
ঢাকা: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে গাড়ি চাপায় শ্রাবন্তি হক বিপাশা (৩৬) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ওই নারীর মৃত্যুর বিষয়টি জানা যায়। স্থানীয় সময় সোমবার রাতে ওরেগনের সালেম এলাকায় বিপাশাকে গাড়ি চাপার ঘটনাটি ঘটে।
খবরে বলা হয়, বিপাশে রাতে তার বাসায় ঘুমিয়ে ছিলেন। সড়কে চলন্ত এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরের দেয়াল ভেঙে আঘাত হানে। এতে বিপাশা গুরুতর আঘাত পান, পরে তার মৃত্যু হয়। নিহত বিপাশা দুই সন্তানের জননী ছিলেন।