সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ আগস্ট শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী ২১ আগস্ট সৌদিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
১২ আগস্ট রবিবার জিলহজ মাসের প্রথম দিন বলে শনিবার এক ঘোষণায় সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ২০ আগস্ট সৌদিতে হজ অনুষ্ঠিত হবে। আর ঈদের দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
এদিকে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ২২ আগস্ট এবং চাঁদ দেখা না গেলে আগামী ২৩ অাগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
আরো পড়ুন
আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী
ভিসা পাননি ৪৪ হাজার হজযাত্রী
ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত