তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আগামী ২০ ও ২১ জুলাই সারা দেশে দুদিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা গেছে, দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিস্মৃতি ঘটাতে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে আগামী ১৮ জুলাই (বুধবার) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং আহ্বান করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন।
আরো পড়ুন
আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী
ভিসা পাননি ৪৪ হাজার হজযাত্রী
ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত