জুন ৫, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘এশিয়া বিশ্বের ভবিষ্যৎ গন্তব্য’

এশিয়া বিশ্বের ভবিষ্যৎ গন্তব্য হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ এপ্রিল, বুধবার লন্ডনের গিল্ড হলে কমনওয়েলথ বাণিজ্য ফোরামের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। ‘এশিয়ান লিডারস রাউন্ড টেবিল: ক্যান এশিয়ান কিপ গ্রোয়িং’ শীর্ষক এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের ভারতের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেরিন দারুওয়ালা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থিতিশীলতাকে এশিয়ার ভবিষ্যৎ উল্লেখ করে বলেন, ‘অতীতে বিশ্ব এশিয়ার সাথে ছিল এবং ভবিষ্যৎ গন্তব্যও হবে এশিয়া।’

এশিয়া অঞ্চলকে আরও শান্তিপূর্ণ ও স্থিতিশীল হিসেবে গড়ে তোলা উচিত মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সীমান্তের ভেতরের সমৃদ্ধি ও সমতা সবার জন্য উন্নতি নিয়ে আসবে এবং একসাথে উন্নতির মাধ্যমে আমরা আরও শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চল গড়ে তুলতে পারি। এজন্য আমাদের প্রয়োজন সংযোগ নির্মাণ, যোগাযোগের জন্য কঠোর পরিশ্রম এবং মানুষের সাথে মানুষের অধিকতর ভাব-বিনিময় ও বোঝাপড়ার আকাঙ্ক্ষা।’

এশিয়ার দেশগুলোর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘শুধু নিজের দেশ নয়, পুরো এশিয়ান দেশগুলো জুড়েই আমাদের উন্নতির জন্য আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন।’

অর্থনৈতিক সফলতা যেমন আছে, তেমনই অসমতাও আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এশিয়া গত ৭০ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে এবং অনেক অর্থনীতিবিদ ও গবেষক এশিয়ার দেশগুলোকে ‘অলৌকিক’ হিসেবে বিবেচনা করেন।”

‘অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি আনছে, কিন্তু অসমতাও সৃষ্টি করছে। সেই সাথে সন্ত্রাস, সংঘাত, অর্থনৈতিক ধাক্কা ও অন্যান্য বর্ধমান চ্যালেঞ্জগুলো স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করছে’, সতর্ক করেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তরুণ, নারী ও নাগরিকদের ওপর অধিক বিনিয়োগের প্রতি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

error: Content is protected !!