ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত প্রধানমন্ত্রী
১ min read
ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কণ্ঠস্বরের অবস্থা বেশ খারাপ, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। এ কারণে তিনি বুধবার এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেননি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাইকে দাঁড়িয়ে শুধু বলেন, ‘আমার গলার অবস্থা ভালো নয়। এ জন্য বক্তব্য দিতে পারছি না, দুঃখিত’।
জানা গেছে, গত মঙ্গলবার থেকেই প্রধানমন্ত্রী ডাস্ট অ্যালার্জিতে ভুগছেন। এ কারণে গতকাল (মঙ্গলবার) বেসরকারি ব্যাংক মালিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি শুধু শুভেচ্ছা বিনিময় করেন, কোনো বক্তব্য দিতে পারেননি।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে। ৬ষ্ঠ এসএমই মেলা-২০১৮ উদ্বোধন করলেও কোনো বক্তব্য দিতে পারেননি। অনুষ্ঠানে তার লিখিত বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে বিতরণ করা হয়।