মার্চ ২২, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

সংসদের ২০তম অধিবেশন ৮ এপ্রিল থেকে

বাংলাদেশের জাতীয় সংসদের ২০তম অধিবেশন রোববার থেকে শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার এ অধিবেশনের আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সংসদের ১৯তম অধিবেশন ৭ জানুয়ারি শুরু হয়েছিল। ওই অধিবেশন ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। দীর্ঘ এ অধিবেশনের কার্যদিবস ছিল ৩৫টি। এই সময়ে মধ্যে ১৫টি বিল পাস হয়েছে।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্য-বাধকতা রয়েছে।

আরও পড়ুন

error: Content is protected !!