ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শিগগিরই ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
২০১৬ সালের মার্চ মাসে আরোপিত এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রত্যাহার করতে যাওয়ার প্রেক্ষাপটে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বাংলাদেশে ব্রিটিশ হাইকশিনার অ্যালিসন ব্লেক প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিস জনসন রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য দু’দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।
আরো পড়ুন
স্বাধীনতা দিবস আজ
বাংলাদেশে রমাদান শুরু হবে ২৪ মার্চ
অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কেন সেরা?