আবু সাঈদ রতন এর “মাকড়সার জালে মুক্ত জীবন”
১ min read
আবু সাঈদ রতন। দীর্ঘদিন ধরেই নিউইয়র্কে স্বপরিবারে বসবাস করছেন। বহুমাত্রিক তার কর্ম ও জীবন। একাধারে সাংবাদিক, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক।
“মাকড়সার জালে মুক্ত জীবন” বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ২৬ টি নির্বাচিত কলাম নিয়ে তাঁর প্রথম বই । “মাকড়সার জালে মুক্ত জীবন” বইটি পাওয়া যাচ্ছে ।প্রকাশক সাহিত্য বিকাশ।
‘সাহিত্য বিকাশ’ (স্টল নং ১৫৬-১৫৭) সোহরাওয়ার্দি উদ্যান এবং মুক্তধারা নিউইয়র্ক(স্টল নং ১০০/১০) বাংলা একাডেমী চত্বর।

আবু সাঈদ রতন