প্রেম তো বহুকাল ধরে ছিল। কিন্তু একটি দিবসের অভাবে এটি অনেকটা বিমর্ষ ছিল। বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় প্রেমের শক্তি অনেক বেড়ে গেছে।
জাতীয় জাদুঘরে ৫ ফেব্রুয়ারি প্রথম জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম খান, গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার প্রমুখ।
আবু সায়ীদ বলেন, যুদ্ধক্ষেত্রেও সঙ্গীত পরিবেশিত হয়। কারণ যুদ্ধ করতেও অনুপ্রেরণা দরকার। গ্রন্থাগারে বই পড়ানোর ক্ষেত্রে গ্রন্থাগার দিবসও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, বই মানুষকে নিজের চাইতেও বড় করে তোলে। তবে সবারই পাঠক হওয়ার ক্ষমতা নেই। দশ জনের মধ্যে মাত্র একজন পাঠক হতে পারে। আর এ পাঠকরাই দেশকে পরিবর্তনের ক্ষমতা রাখে। এ পর্যন্ত প্রায় ৯০ লাখ ছেলে-মেয়েকে বই পড়ার আওতায় নিয়ে এসেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
আরো পড়ুন
অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কেন সেরা?
লোগো পরিবর্তন করলো নোকিয়া
কাঁচা কাঁঠাল খাওয়া কতোটা উপকারি ?