এপ্রিল ২০, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

সৌদি আরবের তেলখনিতে ড্রোন হামলা

১ min read

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবারের এই ঘটনার কথা স্বীকার করেছে দেশটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ড্রোন হামলার কারণে তেলখনির একটি এলাকায় সূর্যোদয়ের আগে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

দাম্মামের কাছাকাছি বাকিয়াক প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও খুরাইশ তেলখনির এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। তবে অনলাইনে ছড়িয়ে পড়া বাকিয়াকের একটি ভিডিওতে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। আকাশে ধোয়া ও জ্বলন্ত শিখা দেখা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সি জানায়, ড্রোন হামলার পরই আগুনের সূত্রপাত হয়।

তবে এ বিষয়ে আরামকোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় চ্যানেল এই নিয়ে কোনো খবর দেয়নি। প্রথম খবরটি পাওয়া দুবাই ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল আরাবিয়ার মাধ্যমে। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে ঘটনার বিস্তারিত বা কারণ উল্লেখ করেনি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!