জুন ২, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ফের ইরানের প্রেসিডেন্ট হচ্ছেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন হাসান রুহানি। ভোট গণনার প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।

সর্বশেষ ঘোষিত ফলে রুহানি এক কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৮৪৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসি পেয়েছেন এক কোটি এক লাখ ২৫ হাজার ৮৫৫ ভোট।

শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের প্রাথমিক ফল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে শুরু করে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদারপন্থী রুহানি তার প্রতিদ্বন্দ্বীকে ভলো ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।

আরও পড়ুন

error: Content is protected !!