এপ্রিল ২৬, ২০২৪ ২:২৩ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

চীনের আকাশে ঘুড়ি-ড্রোন-কবুতর নিষিদ্ধ

১ min read

চলতি মাসে দুই সপ্তাহের বেশি সময়ের জন্য সেন্ট্রাল বেইজিংয়ে কোনো ঘুড়ি, ড্রোন কিংবা কবুতর উড়তে দেয়া হবে না। কমিউনিস্ট পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের প্রস্তুতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, আকাশযানের জন্য সমস্যা করবে এমন যেকোনো উড়ান কার্যক্রম রাজধানী শহরের ১৬টি জেলায় নিষিদ্ধ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

চীনে কবুতর ওড়ানো জনপ্রিয় একটি খেলা। সেখানকার সাধারণ মানুষ সারা বছরই বাড়ির ছাদে কবুতর উড়িয়ে অবসর সময় কাটান।

রবিবার থেকেই সামরিক উড়োজাহাজ প্যারেড গ্রাউন্ডের রুটে উড়ছে। অন্যান্য সামরিক সরঞ্জামও সেখানে সচল রয়েছে। এমন পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণ দেবেন। প্রায় এক লাখ মানুষ সেখানে উপস্থিত থাকবেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!