এপ্রিল ২০, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইয়েমেনে ফের সৌদি জোটের হামলা

১ min read

ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা প্রদেশের একটি মার্কেটে বিমান হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় একটি মেডিক্যাল সূত্র ও হুথি বিদ্রোহীদের পরিচালিত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় আল জমহুরি হাসপাতালে ব্যবস্থাপক সালেহ কোরবান বলেছেন, সাদা প্রদেশের কাতাবির জেলায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ২৩ জন। তবে আল মাসিরাহ টেলিভিশন বলছে, বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট প্রায় ৪ বছর ধরে লড়াই করে আসছে।সালেহ কোরবান রয়টার্সকে বলেছেন, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আহতদের ১১ জন শিশু।

রয়টার্সের আলোকচিত্রীর তোলা ছবিতে ৯ জনের বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এদের অনেকের মরদেহ পুড়ে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। বর্তমানে হাসপাতালের মর্গে এসব মরদেহ রাখা হয়েছে।

তবে এই হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০১৪ সালের শেষের ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি রাজধানী সানা-সহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

সেই সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে।

সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলা শুরুর পর থেকে দশ হাজারের বেশি ইয়েমেনির প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!