এপ্রিল ২৪, ২০২৪ ৯:০৯ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

২০১৮ সালে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার ছিল সর্বোচ্চ

১ min read

গত ছয় বছরের মধ্যে ২০১৮ সালেই মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় সদস্যদের ভেতর আত্মহত্যার হার ছিল সর্বোচ্চ। মার্কিন সরকারি নথি ঘেটে উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য।

তবে মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় সদস্যদের আত্মহত্যার তথ্য প্রকাশ করতে চায় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিলিটারি ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর ৩২১ জন সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে নৌবাহিনীর ৫৭ জন, নাবিক ৬৮ জন, বিমান বাহিনীর ৫৮ জন মার্কিন এবং ১৩৮ জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন।

আত্মহত্যার এই সংখ্যা ২০১২ সালের আত্মহত্যার সংখ্যার মতোই। তবে প্রকৃত তথ্য উঠে এলে এই সংখ্যা আরও বেশি হতো বলে ধারণা করা হচ্ছে। ২০০১ সাল থেকেই এ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে সামরিক বাহিনী।

অত্যন্ত আশংকার বিষয় হচ্ছে- যুক্তরাষ্ট্রের বহু প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিলেও আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না। যা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে মার্কিন সেনাবাহিনীর কাছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!