ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার স্ত্রী দেশটির সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া দা সিলভার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
লুইস ইনাসিও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানান। শনিবার (৪ ফেব্রুয়ারি) সাও পাওলোতে মারিসার মরদেহের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে সাবেক এ ফার্স্ট লেডি সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে দেশের বিশিষ্টজনরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মারিসা তার স্বামী লুইস ইনাসিওর ওয়ার্কার পার্টির রাজনৈতিক সংগ্রামীর জীবনে সব সময় সহযোগিতা করেছেন।
আরো পড়ুন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বাড়ছেই
একজনও কালো টাকা সাদা করেনি : অর্থমন্ত্রী
আবারও পড়ে গেলেন জো বাইডেন