এপ্রিল ২০, ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় নিহত ১০

১ min read

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। আহত আরও কমপক্ষে ১৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অবশ্য হামলার ঘটনায় ২৬ জন আহত হয়েছেন বলে কোনো কোনো সংবাদমাধ্যম জানিয়েছে। সর্বশেষ হামলার ঘটনাটি ওহাইও অঙ্গরাজ্যের ডেটন জেলার অরেগনের ফিফথ স্ট্রিটে সংঘটিত হয়েছে বলে জানায় রুশ গণমাধ্যম আরটি।

এই বন্দুক হামলায় একাধিক বন্দুকধারী থাকতে পারে বলেও কিছু প্রতিবেদনে বলা হয়। পুলিশ মুখোশ পরিহিত একজন রাইফেলধারীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে টেক্সাসের লা পাসো শহরে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হন। আহত হন আরও ২৬ জন।

ওই ঘটনায় হামলাকারী প্যাট্রিক কুসিয়াস পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার প্রকাশিত এক ইশতেহারে অভিবাসী ও হিস্পানিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকেও সমর্থন জানানো হয়।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!