বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকসুর সাবেক জিএস ডঃ প্রদীপ রঞ্জন করের শুভেচ্ছা-
১ min read
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকসুর সাবেক জিএস ডঃ প্রদীপ রঞ্জন করের শুভেচ্ছা-
নিউইয়ক, ৪ঠা জানুয়ারী, ২০১৭, আজ ৪ঠা জানুয়ারী গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯ বছরে পা দিচ্ছে উপমহাদের প্রচীনতম ছাএসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম জন্মের এই মাহেন্দ্রক্ষণে দেশ-বিদেশের সকল শিক্ষার্থী ও দেশবাসীকে জানাই সংগ্রমী শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি বাঙালীর মুক্তি সংগ্রামের অগ্রভাগের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। উপমহাদেশের সর্ববৃহৎ ও পুরনো এই ছাত্র সংগঠনটির আছে শুধু ত্যাগ আর ইতিহাস গড়ার ঐতিয্য নিয়ে। শিক্ষা, শান্তি, প্রগতির তিন তারকা খচিত ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি বাঙালীর স্বাধিকার ও স্বাধীনতা অর্জনে যেমন ভূমিকা রেখেছে, তেমনি স্বাধীনতা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সব সময়ই অগ্রভাগের সেনানীর ভূমিকায় রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশের সকল অর্জনের সাথেই বাংলাদেশ ছাত্রলীগের নাম জড়িত। বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার হোক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা, সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সাম্প্রদায়িকতা রুখে দিয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত অথনৈতিক সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।