মার্চ ২৭, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ধর্মে বিশ্বাস ফিরেছে মার্ক জুকারবার্গের

ধর্মে বিশ্বাস ফিরেছে। সে কারণেই আর নাস্তিক থাকছেন না ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মানুষের জীবনে ধর্ম যে গুরুত্বপূর্ণ সেটা দেরিতে হলেও অনুধাবন করতে পেরেছেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

দীর্ঘদিন ধরেই নিজেকে নাস্তিক বলে পরিচয় দিচ্ছিলেন জুকারবার্গ। তবে বড়দিনে ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, তিনি ক্রিসমাস উদযাপন করছেন।

নিজের ওই পোস্টে প্রিসসিলা, ম্যাক্স এবং বিস্টের পক্ষ থেকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানান জুকারবার্গ। সে সময় তার ওই পোস্টে এক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেন, ‘আপনি কি নাস্তিক না?’

ওই কমেন্টের উত্তরে জুকারবার্গ বলেন, তিনি ইহুদি পরিবারে বড় হয়েছেন। তবে কিছু বিষয় নিয়ে তার মনে প্রশ্ন ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে কোন ধর্মে বিশ্বাস করেন তা নিয়ে পরিষ্কারভাবে তিনি কিছু বলেননি।

আরও পড়ুন

error: Content is protected !!