সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা আরো এক ধাপ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দেশটির কর্মকর্তা এবং গণমাধ্যমকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার থেকে চার দিনের নাগরিক প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া। ৪-৭ তারিখ পর্যন্ত এই মহড়া চলবে বলে জানানো হয়েছে। দেশটির প্রায় ৪ কোটির বেশি মানুষ অর্থাৎ এক-তৃতীয়াংশ এই মহড়ায় অংশ নিচ্ছে। গত সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক খবরে জানানো হয়েছিল, রাশিয়ায় আক্রমণের জন্য পরমাণু অস্ত্র প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র।
এছাড়া যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, রাশিয়া নজিরবিহীনভাবে ভয়াবহ পরমাণু অস্ত্রশক্তির প্রয়োগ করতে পারে।
সিরিয়ায় রুশ বাহিনীর বোমা হামলাকে কেন্দ্র করে যেকোনো সময় রাশিয়ায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্ত্রীসভা থেকে গত শুক্রবার জানানো হয়েছে, যে কোনো ধরনের আক্রমণ থেকে বাঁচতে তারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। সেখানে মস্কোর এক কোটি ২০ লাখ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব।
ওই মহড়ায় ২ লাখের বেশি বিশেষায়িত উদ্ধারকর্মী দল, সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী অংশ নেবে।
আরো পড়ুন
২ লাখ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া
চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখার সহজ উপায়
বিজ্ঞাপনমুক্ত টুইটার অ্যাকাউন্টের ঘোষণা মাস্কের