মার্চ ২৩, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

৪৭ যাত্রী নিয়ে পাকিস্তানি বিমান নিখোঁজ

পাকিস্তানে ৪৭ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ডন অনলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) পিকে-৬৬১ ফ্লাইটটি বিকেল ৩ টা ৩০ মিনিটে চিত্রল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিকেল ৪টা ৪০ মিনিটে ইসলামাবাদের বেনজির ভূট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে এটির অবতরণ করার কথা ছিল।

জিও টিভি জানিয়েছে, বিমানটিতে ৪৭ জন আরোহী ছিল। গন্তব্যে পৌঁছার মাত্র ১০ মিনিট আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লায়েক শাহ টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিমানটি প্রদেশের হ্যাভেলিয়ান শহরের কাছাকাছি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

আরও পড়ুন

error: Content is protected !!