জুন ২, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

গ্রিসের রাজধানী এথেন্সে দাবানলে নিহত অর্ধশতাধিক

গ্রিসের রাজধানী এথেন্সের আটিকা অঞ্চলে দাবানলে ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা।

রেডক্রসের মতে, দুর্যোগ কেন্দ্রে অবস্থিত সমুদ্র তীরবর্তী গ্রাম মাতির একটি বাড়িতে ২৬টি লাশ পাওয়া গেছে। লাশগুলো পাওয়া আগে দাবানলে নিহতের সংখ্যা ছিল ২৪।

হেলিকপ্টার ও বিচে ফেলে রাখা নৌকা উদ্ধারকাজে ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা।  গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেন, ‘আমরা এটা নিয়ন্ত্রণের জন্য সাধ্যমত চেষ্টা করছি।’

রয়টার্সের তথ্য অনুযায়ী, রাফিনা অঞ্চলে একটি অবকাশ কেন্দ্রে অবস্থানরতদের মধ্যে ১৬ শিশুসহ অন্তত ১০৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

দাবানল নিয়ন্ত্রণে আনতে ইউরোপের দেশগুলোর কাছে সাহায্য চেয়েছে গ্রিস সরকার।

বিমান, যানবাহন এবং অগ্নিনির্বাপণকারী পাঠিয়েছে ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্স। তবে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

সূত্র : বিবিসি

আরও পড়ুন

error: Content is protected !!