মার্চ ২৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

মুম্বাইয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৫

১ min read

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ভাড়া করা বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিং এয়ারের বিমানটি ঘাটকোপারে বিধ্বস্ত হয়।

বিএমসি দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ পাঁচজন নিহতের খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নিহতদের মধ্যে পাঁচজন ওই বিমানের আরোহী ছিলেন এবং অপরজন পথচারী ছিলেন।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে বিমানটি একটি নির্মানাধীন ভবনের ওপর আছড়ে পড়ে। মুম্বাই বিমানবন্দর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে বিমানটি বিধ্বস্ত হয়।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ১টা ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সংস্থাটি জানিয়েছে, ১২ আসনের বিমানটিতে চারজন আরোহী ছিল। এদের মধ্যে তিনজন যাত্রী ও একজন পাইলট।

ভারতীয় বিমান সংস্থা সূত্র জানিয়েছে, বিমানটি ইউ এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ছিল। এটি একটি পুরোনো বিমান। এর আগে এটি উত্তর প্রদেশ সরকারের মালিকানাধীনে ছিল।

Comments

comments

More Stories

১ min read
১ min read
error: Content is protected !!